আবারও বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী সালমা
ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন ছিল
মঙ্গলবার। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পার করছেন তিনি। জন্মদিনে নতুন খবর
দিলেন তিনি। চলতি বছরেই আবারও বিয়ের পিঁড়িতে বসবেন এই শিল্পী। পারিবারিক
কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা।
সাদামাটা ভাবেই এবারের জন্মদিনটা পালন করেছেন সালমা। আর বিশেষ এই
দিনটিতে সুখবরটি দিয়েছেন তিনি। সালমা বলেন, ‘শিগগিরই বিয়ে করবো।
পারিবারিকভাবে পাত্র দেখা হচ্ছে আমার জন্য। আমি এমন পাত্র চাই যে আমার
পেশাকে সম্মান করবে, আমার কাজে উৎসাহ দেবে। অনেক ভেবে-চিন্তেই এবার
সিদ্ধান্ত নেবো।’
সালমা আরও বলেন, ‘শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। বিচ্ছেদের কিছুদিন পর শিবলী সাদিক নতুন জীবন শুরু করেছেন। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব।’
এদিকে সোমবার (১৪ জানুয়ারি) মুহিনের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এটি ক্লোজআপ ওয়ানের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত মিক্সড অ্যালবামে থাকছে। এতে থাকছে ক্লোজআপ ওয়ানের সেরা দশজন শিল্পীর গান।
সালমা আরও বলেন, ‘শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। বিচ্ছেদের কিছুদিন পর শিবলী সাদিক নতুন জীবন শুরু করেছেন। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব।’
এদিকে সোমবার (১৪ জানুয়ারি) মুহিনের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এটি ক্লোজআপ ওয়ানের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত মিক্সড অ্যালবামে থাকছে। এতে থাকছে ক্লোজআপ ওয়ানের সেরা দশজন শিল্পীর গান।
আবারও বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী সালমা
Reviewed by Gulf Bangla News Live
on
January 17, 2019
Rating:

No comments: